Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
একটি বিশেষ ঘোষনা
বিস্তারিত

    একটি বিশেষ ঘোষনা                                                         একটি বিশেষ ঘোষনা                                                                          একটি বিশেষ ঘোষনা

 

তদ্বারা 14নং চতরা ইউনিয়নের বয়ষ্ক, বিধবা অনলাইনে আবেদনকারী ভাতাভোগীর অবগতির জন্য জানানো যাইতেছে যে, বয়ষ্ক আবেদনকারীর মধ্যে 70ভাগ এবং বিধবা আবেদনকারীর মধ্যে 56ভাগ উপজেলা ভাতা সংক্রান্ত কমিটির উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যেমে আগামি 18/01/2021খ্রিঃ তারিখ রোজ সমবার সকাল 10.00ঘটিকার সময় ভাতাভোগী নির্বাচন করা হবে। নির্বাচিত ভাতাভোগীর নামের তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে দেওয়া হবে। যাহারা ইতি পূর্বে কাগজপত্র ও ছবি জমা প্রদান করেছেন। তাদের নতুন করে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই, এ ব্যাপারে কাহারো সহিত অনৈতিক লেনদেনের তথ্য প্রমান পাওয়া গেলে তাহার নাম বাতিল বলে গন্য হবে।

বিঃদ্রঃ উক্ত লটারিতে নির্বাচিত ভাতাভোগীদের মধ্যে একই পরিবার ভূক্ত দুই জন অথবা কোন সরকারী সুবিধাভোগী থাকিলে তাহার নাম বাতিল বলে গন্য হবে।

 

 

নির্দেশেক্রমে

মোঃ এনামুল হক শাহীন

চেয়ারম্যান

14নং চতরা ইউনিয়ন পরিষদ

পীরগঞ্জ, রংপুর।

ডাউনলোড
প্রকাশের তারিখ
15/01/2021
আর্কাইভ তারিখ
17/01/2021